ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

শেরপুরে অটোরিকশাচালক হত্যার রহস্য উদঘাটন, মূল হোতাসহ গ্রেফতার ২

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশাচালক মোশাররফ হত্যার রহস্য উদঘাটন ও মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ মার্চ, রবিবার দুপুরে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে ১৬ মার্চ রাতে নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের মূল হোতা আলমগীর হোসেন (২৪) ও তার সহযোগী নূরুল ইসলাম (৬৫) কে আটক হয়।


পুলিশ সুপার জানান, আসামি আলমগীর ও নিহত অটোরিকশা চালক মোশাররফ পূর্ব পরিচিত ছিল। আলমগীর ট্রাক্টরচালক। সে বেশকিছু টাকা ঋণ করে ঢাকায় চলে গিয়েছিল। সেখানেই সে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে বাড়ি চলে আসে। গত ১৩ মার্চ রাতে জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি বাজার থেকে মোশাররফের অটোরিকশা ভাড়া করে আলমগীর। এরপর নির্জন স্থানে নিয়ে মাদক দ্রব্য খাইয়ে মোশাররফকে হত্যা করে এবং অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।


গ্রেফতার আলমগীর হোসেন নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামের আ. জব্বারের ছেলে এবং নূরুল ইসলাম একই উপজেলার কালাকূমা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

ads

Our Facebook Page